1. shahalom.socio@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : ভোলাহাটচিত্র : ভোলাহাটচিত্র
  3. bholahatchitro@gmail.com : ভোলাহাটচিত্র : ভোলাহাটচিত্র
আজ মঙ্গলবার, ১১ মে ২০২১, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলাহাটের দলদলী ইউপি’তে আড়াই হাজার মানুষ পেলেন প্রধানমন্ত্রীর উপহার কানসাট আলোকিত ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দু্ঃস্থদের মাঝে ইফতার বিতরণ রহনপুরে ৫’শ পরিবারকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান ভোলাহাটে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান আহ্বায়ক কমিটির ইফতার গোমস্তাপুরে বিশ্ব “মা” দিবস পালিত ভোলাহাটে ভারত থেকে আসা দলছুট হনুমানকে দেখতে উৎসুক জনতার ভিড় ভোলাহাটে মা দিবস পালিত ভোলাহাটে বহিস্কারাদেশ প্রত্যাহার না হলে যেখানে সভা সেখানেই লড়াই– যুবলীগের প্রতিবাদ সভায় ভোলাহাটে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ভোলাহাটে সাড়ে ৮ হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
ব্রেকিং নিউজ
সামাজিক দূরত্ব বজায় রাখুন, বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন।

ভোলাহাটের ঝড়ে পড়া ছোট ছোট আম যাচ্ছে ঢাকায়

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ১৩৮ বার পড়া হয়েছে
ছবিক্যাপশনঃ ভোলাহাটে এ ভাবে আম ক্রয় করে ঢাকায় পাঠানোর জন্য বস্তা তৈরী করছেন ব্যবসায়ীরা।

স্টাফ রির্পোটাঃ ঝড়-বৃষ্টি হলে ঝরে পড়ে আম। ৪ মে সোমবার রাতে ঝড় বৃষ্টি হলে প্রচুর ছোট ছোট(গুঠি) আম ঝরে পড়ে। এতে গ্রামে গ্রামে চটি বিছিয়ে ফরিয়া ব্যবসায়ীরা পড়ে যাওয়া আম ক্রয় করছেন। এলাকা ঘুরে দেখা গেছে অর্ধশত স্থানে এ সব আম ক্রয়ে ব্যাস্ত বেকার দরিদ্র মানুষ। পোল্লাডাংগা নতুনহাজী পাড়া গ্রামে আলসিাহাসপুর গ্রামের মহসীনের ছেলে আম ক্রয়কারী ক্ষুদে ব্যবসায়ী আজম আজকের পত্রিকাকে জানান, বুধবার রাতে ঝড় বৃষ্টি হওয়ায় প্রচুর ছোট ছোট(গুঠি) আম ঝরে পড়েছে। এ সব আম এলাকার মানুষ কুড়িয়ে কিছু বিক্রয় করছে। কিছু নিজেরা আমচুর বা আচার করছে। তিনি প্রায় ১০মণের উপরে আম ক্রয় করেছেন ৫টাকা কেজি দরে। অপর একজন আম ব্যবসায়ী বজরাটেক গ্রামের সানু মাঝির ছেলে রাকিব আজকের পত্রিকাকে বলেন, মঙ্গলবার প্রায় ৩৫ বস্তা ছোট ছোট(গুঠি)আম ক্রয় করেছি। প্রত্যেকটি বস্তা ৪০ কেজির। উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে প্রায় ৫০ জায়গাতে এ ভাবে আম ক্রয় করছে। ভোলাহাটের সব আম যানবাহন যোগে ঢাকায় যাবে। ঢাকায় আচার ও তরকারী হিসেবে বিক্রি হবে বলেন তিনি। এদিকে আম ব্যবসায়ী রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঝড়-বৃষ্টিতে কিছু আম পড়বে। প্রাকৃতিক কারণে কিছু আম পড়বে এমন ভেবে আম ব্যবসায়ীরা আম বাগান ক্রয় করেন। এ ক্ষতিতে তেমন সমস্যা হবে না বলেন তিনি। উপজেলা কৃষি অফিস সূত্র আজকের পত্রিকাকে জানায়, উপজেলায় মোট ৩ হাজার ৮০ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। কৃষি কমর্কর্তা আসাদুজ্জামান আজকের পত্রিকা বলেন, প্রাকৃতি দূর্যোগের জন্য আম কিছু পড়বে। তবে যে পানিটা হয়েছে এতে আমের জন্য খুব ভালো। ফলন বৃদ্ধিতে সহায়ক হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
ডিজাইনঃ নাগরিক আইটি (Nagorikit.com)