ব্যুরো প্রধান গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ব্যাংক এশিয়ার এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। ২২ জুন বুধবার বিকেলে রহনপুর মহিলা কলেজ প্রাঙ্গণে উদ্ধোধনী অনুষ্টানে ব্যাংক এশিয়ার ডিএমডি জিয়াউল হাসান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সংসদ সদস্য আমিনুল ইসলাম। উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান।বক্তব্য রাখেন,হেড অফ ব্রা তারেক আহমেদ, বিডিএম রাজশাহী ও রংপুর খাদেমুল ইসলাম রনি,চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যবস্থাপক আতিকুর রহমান,হেড অফ ব্রা চাঁপাইনবাবগঞ্জ একরাম হোসেন প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন রহনপুর বাজার শাখার এজেন্ট সাবেক মেয়র তারিক আহমদ। বক্তব্য শেষে কার্যালয় উদ্বোধন ও গম্ভীরা গান অনুষ্ঠিত হয়।