বারঘরিয়ায় র্যাবের অভিযান গাঁজাসহ গ্রেফতার -১
স্টাফ রির্পোটার,চাঁপাইনবাবগঞ্জঃদেশের যুব সমাজকে মাদকের মরণ ছোবল থেকে রক্ষা করতে র্যাবের সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। ১ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া বিশ্বাসপাড়া হারুন মিয়ার বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ জসিম (২৯) কে গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃত মোঃ জসিম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের চকলামপুর পাঠানপাড়া গ্রামের মোঃ মুকুল আলীর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বারঘরিয়ায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ জসিমকে হাতেনাতে গ্রেপ্তার করে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। ১ নভেম্বর ভোর সাড়ে ৫ টার দিকে অভিযান টি চালানো হয়।
এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে।