স্টাফ রিপোর্টার, গোমস্তাপুরঃ কুষ্টিয়ায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর ভাস্কর্য মৌলবাদীদের হামলায় ভাঙ্গার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার কলোনি মোড় আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলা গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম এর সভাপতিত্ব বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বুলবুল, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার, যুগ্ন সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন বিশ্বাস প্রমুখ।
অপরদিকে বাংলাদেশ ছাত্রলীগ গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে কুষ্টিয়ায় বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য মৌলবাদীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রহনপুর ডাক বাংলা থেকে মিছিল বের করে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওই একই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাওসার আহমেদ সাগর,সাধারন সম্পাদক মুক্তাদির বিশ্বাস যুগ্মসাধারণ সম্পাদক এন্তাজুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম জয়,চৌডালা উইনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন,গোমস্তাপুর উপজেলার মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি তুষার রাজ,পার্বতিপুর ইউনিয়ন সভাপতি মিলন রেজ প্রমুখ। বক্তারা অবিলম্বে বঙ্গবন্ধুর ভাস্কর্যের হামলায় দোষীদের গ্রেফতার করে শাস্তি দাবি করেন।