মোঃ মেরাজ আলী, চাপাইনবাবগঞ্জ ঃঃশতশত শিক্ষার্থীর প্রাণের শিক্ষক এবং লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ খলিলুর রহমান। আজ সকাল ০৭ টা ২০ মিনিটে পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে চিরদিনের জন্য সবাইকে কাঁদিয়ে চলে গেলেন।তার হঠাৎ মৃত্যুতে মর্মাহত লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।তিনি ছিলেন নিরহংকার সহজ সরল সৎ,এবং কর্তব্য পরায়ন। তার শিক্ষকতা জীবনে কাজে ফাঁকি বলতে কিছুই ছিলনা বরং ছাত্র ছাত্রীদের পাঠদান দিতে আনন্দ পেতেন।মৃত্যুকালে তিনি স্ত্রীসহ সুযোগ্য দুই ছেলে ও এক কন্যা সন্তান রেখে যান।পরিবার সূত্র জানা যায়, মৃত্য ব্যক্তির জানাযার নামায মোহাম্মদপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আজ বাদ মাগরিব ০৬ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।তার হঠাৎ অকাল মৃত্যুুতে তার পরিবার ও লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ে শোকের ছায়া নেমে পড়েছে।