স্টাফ রিপোর্টার, নাচোলঃচাঁপইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নিজামপুরে পুকুরপাড়ার মোড় থেকে স্কুল পড়ুয়া তাজেমুল (১৫) নামে এক স্কুল ছাত্রের লাশ বালির নিচ থেকে উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ।নিহত তাজেমুল গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালুপুর গ্রামের গোলাম মোস্তাফার ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়,নিহত তাজেমুল নেমাজপুরের হযরত আলু মুন্সি উচ্চ বিদ্যায়লের নবম শ্রেনীর ছাত্র।
এলাকাবাসী জানায়, তাজেমুল তার নানার বাড়ি থেকেই লেখাপড়া করতো, ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় সে অটো নিয়ে বাড়ি থেকে বের হয়। নিদৃষ্ট সময় পেরিয়ে গেলে তাজেমুল বাড়ি না ফেরায় এলাকায় খুঁজাখুঁজি করেন স্বজনরা। পরে নির্মাণ কাজের জন্য রাখা বালুর স্তূপে পুঁতে রাখা স্কুল ছাত্রের লাশের খোঁজ মেলে। স্থানীয়রা তাজেমুলের মরদেহ দেখে নাচোল থানায় ফোন করে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
নাচোল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার কাজ চলছে। প্রাথমিক ভাবে কিছুই বলা যাচ্ছেনা। ময়না তদন্ত করে জানা যাবে কি হয়েছিলো নিহত তাজেমুলের ।এবিষয়ে এখনো নিহতের পরিবার থানায় অভিযোগ করেন।অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।