নিহত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার চৌডালা উদয়নগর এলাকার বকুল আলীর ছেলে, নাসির উদ্দিন (২৪)।
নাচোল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সোমবার সকাল ১০টার দিকে রেল ক্রসিংটি পারাপারের সময় অতিরিক্ত কুয়াশার কারণে ট্রেনটি দেখতে পাননি ঐ চালক। রেলক্রসিং পারপার হবার সময় রাজশাহী থেকে রহনপুর গামী কমিউটার ট্রেনে ধাক্কা লেগে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান চালক। এ সময় ট্রাক্টরটিও ভেঙ্গে তছনছ হয়ে যায়।