মোঃ মনিরুল ইসলাম, নাচোলঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫টি গাঁজার গাছসহ এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তি নচোল উপজেলার কসবা ইউনিয়নের ছুটিপুর গ্রামের শ্রী নেপাল চন্দ্র পাহানের ছেলে শ্রী রাধাকান্ত পাহান(২০)। নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার এসআই সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে শ্রী রাধাকান্ত পাহানের বসত বাড়িতে লাগানো ৫টি গাঁজার গাছসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে নাচোল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ শনিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।