1. shahalom.socio@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : ভোলাহাটচিত্র : ভোলাহাটচিত্র
  3. bholahatchitro@gmail.com : ভোলাহাটচিত্র : ভোলাহাটচিত্র
আজ বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ১২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সামাজিক দূরত্ব বজায় রাখুন, বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন।

নাচোলের সাংবাদিক সাজিদ তৌহিদের মোটর সাইকেল ছিনতাই

  • আপডেট করা হয়েছে শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুল ইসলাম নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ নাচোলের সিনিয়র সাংবাদিক ও দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তোহিদ আজ রাত(শুক্রবার) সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে কাজ শেষ করে নাচোল বাড়ীর উদ্দ্যেশে আসার সময় চাঁপাই-আমনুরা রোডে মনামিনা কৃষি খামারের সামনে রোডের ওপর কয়েকজন দৃরবৃত্ত তার মাথা আঘাত করে টিভিএস লাল রংগের মোটরসাইকেল, ছিনতাই করে নিয়ে গেছে। যার রেজিস্ট্রেশন নাম্বার-নবাবগঞ্জ-হ- ১২-৪৯৯০।
এ্যান্ডয়েড ফোন, বাটন ফোন, গাড়ির কাগজপত্র, টাকা-পয়সা ছিনতাই করে নিয়ে যাই। ঘটনা স্থলে চাঁপাই সদর বিবি ও পুলিশ এবং আমনুরা ফাঁড়ির পুলিশ পরিদর্শে গিয়ে মোটর সাইকেলটি আশেপাশে খোজাখুজি করছে। কিন্তু কোন সন্ধান মেলেনি। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ ও নাচোলের সাংবাদিকবৃন্দ। এক বিবৃত্তিতে পুলিশ প্রশাসনের উদ্দেশে বলেন, পথচারীদের জানমালে নিরাপত্তা বিধানের লক্ষ্যে আমনুরা টু চাঁপাই রোডে পুলিশের টহল রাতে জোরদার করতে হবে। সাংবাদিক সাজিদ তোহিদের গাড়ী উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
ডিজাইনঃ নাগরিক আইটি (Nagorikit.com)