মিজানুর রহমান ঃ নওগাঁ মহাদেবপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উপলক্ষে ৩০ মার্চ মঙ্গলবার সন্ধ্যার পর মহাদেবপুর উপজেলা চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহাদেবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলুর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দীন তরফদার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাদেবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব ভোজন, উপজেলা নির্বাহী অফিসার মোঃমিজানুর রহমান, অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ । আলোচনার পর জমকালো আয়োজনে সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।