নাদিম হোসেন, শিবগঞ্জ ঃচাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের বর্গা চাষী আঃ সালামের ৭ হাজার টমেটো গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। ২৪ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে কে বা কারা এ অমানবিকতা করেছে।
আঃ সালাম দাইপুকুরিয়া ইউনিয়নের চাকলা তেলিপাড়া গ্রামের দোষ মোহাম্মদ মন্ডলের ছেলে। তিনি ১ লক্ষ টাকায় ২ বছরের চুক্তিতে ৩ বিঘা জমি বর্গা নিয়ে করেছেন টমেটো চাষ সাথে পেঁপে। কে বা কারা শত্রুতা করে ফল ধরা ১৪টি পেঁপে গাছ ও প্রায় ৭ হাজার টমেটো গাছ কেটে একেবারে নিঃস্ব করে ফেলেছে। এখন পর্যন্ত প্রায় ২ লক্ষ টাকা খরচ হয়ে গেছে বর্গা নেওয়া টমেটো চাষীর। ক্ষতিগ্রস্ত কৃষক আঃ সালামের স্ত্রী থেকে থেকেই জ্ঞান হারিয়ে ফেলছে ।
আঃ সালাম বলেন আমি ঋণ নিয়ে অনেক বড় আশা করে টমেটোর চাষ করেছি। আমার এতবড় ক্ষতি কিভাবে পুরণ করব। দুর্বৃত্তদের চিন্নিত করে তাদের শাস্ত্র দাবি জানান তিনি।