স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ভোলাহাট গার্ল গাইডস আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট উপকরণ বিতরণ করা হয়। ৮ ফের্রুয়ারী সোমবার বিকেলে জেলা পরিষদ সদস্য হোসনে আরা পাখির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাহী প্রধান কর্মকর্তা এনামুল হক স্কাউট উপকরণ বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রকৌশলি মোহায়েদুল ইসলাম, সার্ভেয়ার শফিকুল ইসলাম, আলিনগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রবিউল আওয়ায়াল টুনু, গোহালবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিনসহ অন্যান্যরা। আলিনগর স্কুল এন্ড কলেজ, গোহালবাড়ী উচ্চ বিদ্যালয়, গোহালবাড়ী প্রাথমিক বিদ্যালয় ও নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলকে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এ সময় নির্বাহী প্রধান কর্মকর্তা ও জেলা পরিষদ সদস্য বলেন, স্কাউট দলকে শক্তিশালী করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।