স্টাফ রিপোর্টার, গোমস্তাপুর ঃচাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা পুরাতন বাজারে শ্রী নিতাই ভুতির বাড়িতে চুরির ঘটনায় ৩ জন আসামী শনাক্ত করে ১ ডিসেম্বর মূ জেল হাজতে প্রেরন করেছে গোমস্তাপুর থানা পুলিশ। চৌডালা বিট পুলিশিং প্রধান রনি দাস জানান, আসামীগণ চৌডালা সেতু সংলগ্ন চর উদয়নগর গ্রামের হুমায়ুনের ছেলে লিটন(,৩০),
চৌডালা পুরাতন বাজারের ডা: কয়েস উদ্দিনের ছেলে আব্দুর রহিম মানিক(৩৩) ও নন্দলাল পুর গ্রামের সেজা আলি।
উল্লেখ্য গত সোমবার ২৩ নভেম্বর দিবাগত রাতে নিতাই ভুতির বাড়িটিতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।বাড়ি থেকে সোনা চাদি টাকা পয়সা কাপড়সহ বিভিন্ন মালামাল চুরি হলে ভুক্তভোগী থানায় একটি সাধারন ডায়রি করেন।সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে তাদের শনাক্ত করে গ্রেফতার করে বাঁকি আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে অবিহিত করেন।