স্টাফ রিপোর্টার ঃবাংলাদেশের সর্বপশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ। আর এই জেলার সাংস্কৃতিক চর্চার ও সংগীত পরিবেশনের অনবদ্য ভূমিকা রেখেই চলেছে স্টার মিডিয়া। তারই ধারাবাহিকতায় এবার স্টার মিডিয়া আয়োজন করেছে “স্টার মিডিয়া দেশের গান প্রতিযোগিতা-২০২১।
জানা যায়, স্টার মিডিয়া বিভিন্ন কার্যক্রম পরিচালনা মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে দেশের অন্যতম জেলা হিসেবে গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। স্টার মিডিয়া ইসলামি গান প্রতিযোগিতা-২০২১ প্রোগ্রামটি দক্ষতার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্টার মিডিয়া ইসলামি গান প্রতিযোগিতা- ২০২১ বর্তমানে ২য় রাউন্ড চলমান আছে। অন্যদিকে, সারাদেশব্যাপী সাধারণ জ্ঞান ভিত্তিক প্রতিযোগিতা স্টার মিডিয়া প্রেজেন্টস ক্ষুদে বিদ্যাসাগরও চলমান।
এদিকে, যারা দেশের গান প্রতিযোগিতায় অংশ নিতে চায়, তাদের নীচের বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে বলে কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে :
★খালি কন্ঠে অডিও রেকর্ড করে যে কোন দেশের গান পাঠানো যাবে। প্রাথমিক বাছাইয়ের জন্য।
★চাঁপাইনবাবগঞ্জ জেলার সকলেই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
★দেশের গান যে কারো লেখা ও সুরের হতে পারে। অডিও রেকর্ড ও গানের তথ্যের সাথে মোবাইল নম্বরসহ স্থায়ী এবং বর্তমান ঠিকানা প্রদান করতে হবে।
★হোয়াটসঅ্যাপে ও সরাসরি ফোন করে অডিও পাঠানো যাবে।
*হোয়াটসঅ্যাপ নম্বর – 01713933378
*সরাসরি ফোন নম্বর-01766556161
★আপনাদের পাঠানো সকল দেশের গান গুলো থেকে স্টার মিডিয়ার নির্ধারিত সম্মানিত বিচারকগন নির্বাচন করে বাছাই পর্ব সম্পূর্ণ করবেন।
★অডিও পাঠানোর শেষ সময় ৩১ মার্চ ২০২১।
★প্রতিযোগিতার ফলাফলের প্রতি সকল প্রতিযোগিদের সম্মান থাকতে হবে। সম্মানিত বিচারকমন্ডলীর রায় চূড়ান্ত বলে গণ্য হবে।
★ফাইনাল রাউন্ডে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারীদের প্রত্যেককে একটি করে মোবাইল মোট ৩টি মোবাইল হ্যান্ড সেট পুরস্কার দেওয়া হবে।
★যে কোন তথ্যের জন্য হট লাইন নম্বর-
017 66- 55 61 61
★সার্বিক তত্ত্বাবধানে : মহানন্দা টাইমস
★সকল আপডেট পেতে আমাদের ফেইসবুক পেজে চোখ রাখুন।@Mohanondatimes