মেরাজ আলী, চাঁপাইনবাবগঞ্জ ঃ ১ নভেম্বর রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিজিডি (দুস্থ ও মহিলা উন্নয়ন কর্মসূচী) কমিটির পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
এসময় উপস্থিত ছিলেন,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতার,নাচোল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো,গোমস্তাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুন কুমার পাল। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলাসহ শিবগঞ্জ,নাচোল,ভোলাহাট এবং গোমস্তাপুর উপজেলার ভিজিডি কর্মসূচী বাস্তবায়নকারী এনজিও সংস্থার ম্যানেজারবৃন্দ ও ব্যাংক এশিয়ার জেলা ম্যানেজার।
এসময় জেলা প্রশাসক বাল্য বিবাহ,নারী ও শিশু নির্যাতন এবং ভিজিডি উপকার ভোগীদের খাদ্য পুষ্টির বিষয়ে আলোচনা করেন।