চাঁপাইনবাবগঞ্জের গোহালবাড়িতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে দিশেহারা ফুটবল দল ট্রাইব্রেকারে স্পর্শ ফাউন্ডেশনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শুক্রবার বিকেলে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোহালবাড়ীতে মহানন্দা নদীর ধারে এ খেলা হয়।ইঞ্জিনিয়ার্স গ্রুপ আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, সমাজসেবক মো. মেহেদী হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনার বাংলা ক্যাবল নেটওয়ার্কের পরিচালক সাংবাদিক মো. ফারুক আহমেদ, মেসার্স হাদী ট্রেডার্স এন্ড হার্ডওয়ারের প্রোপাইটার মো. মামুন রেজা। মো. মামুন আলী ধারাভাষ্যে খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. সজল আহমেদ টনক ও শাওন বিজনেস সেন্টারের পরিচালক মনিরুজ্জামান মিলন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝো পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।