মোঃ মেরাজ আলী,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ৭ অক্টোবর বুধবার দুপুর ২টার দিকে রাজশাহী জেলাধীন গোদাগাড়ী উপজেলার রামনগর গ্রামের হেলিপ্যাডের পূর্বপাশে সামসুল হকের বাড়ীর সামনের রাস্তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ২ কোটি টাকা মূল্যের ১ কেজি ৯৯০ গ্রাম হেরোইনসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন,চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের নিউ ইসলামপুর মহল্লার মৃত রেনু বেগম ও কাঞ্চন মিয়ার ছেলে রবিজুল ইসলাম (৫০)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ীতে অভিযান পরিচালনা করে ২ কোটি টাকার ১ কেজি ৯৯০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে রবিজুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিজুল বলেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।