স্টাফ রিপোর্টার:
বর্তমান যুগ যান্ত্রিক যুগ। এই সভ্য যুগে সকলেরই প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও ড্রাইভিং শিখছে না, অহরহ সড়ক দূর্ঘটনার কারণে। বর্তমানে বাংলাদেশে অনেক ড্রাইভিং স্কুল আছে,তার মধ্যে ধানমন্ডি ড্রাইভিং স্কুল একটি ব্যতিক্রম ধর্মী স্কুল। আমরা একজন ছাত্রকে প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষক দ্বারা অতি যন্ত সহকারে ড্রাইভিং শিক্ষা দিয়ে থাকি।
ভর্তির নিয়মাবলী ঃ
* প্রশিক্ষণের মেয়াদ ১মাস ১৫ দিন (মোট সময় ১৪ ঘণ্টা)।
* এক গাড়ীতে একজন করে প্রশিক্ষণ দেয়া হয়।
* শুক্রবার সপ্তাহিক ছুটির দিন কোন রোড ট্রেনিং হয় না।
* সপ্তাহের প্রতি শনিবার থ্রিওরিক্যাল ক্লাস নেয়া হয় (ট্রাফিক নিয়মাবলী ও আর্ন্তজাতিক নিয়ম কানুন শিক্ষা দেয়া হয়) সকাল ৯.০০ টা হইতে ১১.০০ পর্যন্ত। * সপ্তাহে ৫দিন রোড ট্রেনিং দেয়া হয় (প্রতিদিন ৩০ মিনিট)
* কেউ ইচ্ছা করিলে আমাদের ঢাকা অফিস থেকে শর্ত সাপেক্ষে ট্রেনিং নিতে পারবেন।
* বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে কর্তৃপক্ষ সময় কর্তন করতে পারবেন।
* মহিলাদের জন্য সু-ব্যবস্থা রহিয়াছে। * প্রশিক্ষণ শেষে অতিরিক্ত প্রতিটি ক্লাশের জন্য ২৫০/টাকা হারে ফী প্রদান করতে হবে।
* লাইসেন্সে এর নিশ্চয়তা আছে (বি,আর,টি,এ-এর মাধ্যমে)।
* কোর্স ফী মোট ৭০০০/- টাকা, ভর্তির সময় ৪০০০/- টাকা, ৭টি ক্লাসের পর বাকি ৩০০০/- টাকা পরিশোধ করতে হবে।
* প্রশিক্ষণ শেষে ৫০০/- টাকা ফী প্রদান সাপেক্ষে সাটিফিকেট দেয়া হয়।
যোগাযোগের ঠিকানা :- ধানমন্ডি ড্রাইভিং স্কুল ।
সোনার মোড়,হোটেল আলহেরা ভবন চাঁপাই নবাবগঞ্জ।
মোবাইল নং :০১৭০৫-৬৬২৪৩১,০১৭১২০০১৯৪৯