চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর ব্রীজের পাশের একটি আমবাগানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড পিস্তলের গুলিসহ দুই বিক্রেতাকে আটক করেছে র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।
আটক দুই বিক্রেতা হল- উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের তানজিল মিয়ার ছেলে রিপন মিয়া (৩০) ও মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঠাপাড়ার এজাবুল হকের ছেলে ওবাইদুর হক (৩২)।
র্যাব-৫ জানায়, উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর ব্রীজের পাশের একটি আমবাগানে দুজনের উপস্থিতি ও গতিবিধি সন্দেহ হলে র্যাব সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে তল্লাশি চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড পিস্তলের গুলি, নগদ ১ হাজার ৪শ’ টাকাসহ অন্যান্য সরঞ্জামাদী উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।