স্টাফ রিপোর্টার ঃ চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব মো. মঞ্জুরুল হাফিজকে চাঁপাইনবাবগঞ্জ ডিসি নিয়োগ দিয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চাঁপাইনবাবগঞ্জের ডিসি এ. জেড. এম নুরুল হককে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট হিসাবেও দায়িত্ব পালন করে থাকেন। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন।