স্টাফ রিপোর্টার: মেরাজ আল
চাঁপাইনবাবগঞ্জের গােমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন এলাকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র , ৫ টি গুলি ও ১০৪৫ পিস ইয়াবাসহ জসিম উদ্দীন নামে একজনকে আটক করেছে RAB-5 ।
শুক্রবার ভাের সাড়ে ৫ টার দিকে তাকে আটক করা হয় । জসিম উদ্দীন শিবগঞ্জ উপজেলার সােনামসজিদ বালিয়াদিঘি গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে ।
RAB-5 , চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ এএসপি আজমল হােসেন জানান , গােপন সংবাদের ভিত্তিতে RAB-5 এর একটি দল ভােরে রহনপুর স্টেশন এলাকায় একটি পাঁচতলা বাড়ির নিচতলায় অভিযান চালায় । এ সময় দুটি বিদেশি পিস্তল , একটি ওয়ান শুটারগান , ৫ রাউন্ড গুলি , দুটি খালি ম্যাগজিন ও ১০৪৫ পিস ইয়াবাসহ জসিমকে আটক করে । তিনি দীর্ঘদিন ধরেই অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে RAB জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ।
এ ঘটনায় গােমস্তাপুর থানায় একটি অস্ত্র ও মাদক মামলা দায়ের করা হয়েছে । RAB কর্মকর্তা আরাে জানান , জসিমের বিরুদ্ধে অস্ত্র , মাদক ও হত্যাসহ অন্তত মামলার ৭ মামলা রয়েছে ।