স্টাফ রিপোর্টার, গোমাস্তাপুরঃ চাঁপাইনবাবগঞ্জের গোমাস্তাপুরে মুজিব বর্ষ উপলক্ষে ভিক্ষুকদের পুনর্বাসন প্রকল্পে ব্যবসা করার জন্য শাড়ি-কাপড়, চায়ের দোকান করার জন্য গ্যাসের চুলা, মুদি দোকানের বিভিন্ন মালামাল সামগ্রী ইত্যাদি বিতরণ করা হয় এবং সেগুলো দিয়ে তাদের দোকান করে জীবিকা নির্বাহ করতে বলা হয়।উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধক হিসাবে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমাস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু,মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন,জেলা পরিষদের সদস্য হালিমা বেগম সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারী এবং স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। পরিষেসে সকল ভিক্ষুক কে ভিক্ষা করতে নিষেধ করে এবং নিজেদের কর্ম করে খেতে বলে।