স্টাফ রিপোর্টার গোমাস্তাপুরঃগোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আতিকুর রহমান সুমনের উপর যেসব দুর্বৃত্তরা হামলা চালিয়েছে তাদের মধ্যে তিন (৩) জনকে গ্রেফতার করেছে গোমাস্তাপুর থানা পুলিশ।গোমাস্তাপুর থানার অফিসার ইনচার্জ দীলিপ কুমার দাস জানান, ১৭ নভেম্বর মঙ্গলবার রাতে তাদের নিজ বাড়ি থেকে তিন(৩) জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত আসামীরা হলো নাসির আলী(৩৭)পিতাঃআলহাজ্ব নজরুল ইসলাম সাং ইসলামপুর , রাজিব ইসলাম(১৯)পিতাঃলালচাঁন সাং ইসলামপুর, মেহেদি হাসান (২০)পিতাঃ মজিবুর সাং গোয়ালমোড়,
বুধবার সকালে আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন।