স্টাফ রিপোর্টার,গোমস্তাপুরঃগোামস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের লাইনপাড়া গ্রামের কানসাট রহনপুর রাস্তায় সাদেকের দোকানের সামনে এই সড়ক দূর্ঘটনা ঘটে।১৬ নভেম্বর সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। আস্তাম্যানেজ মেন্ট এনজিও কর্মি ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের শফিকুলের ছেলে সোহেল রানা (২৪) মটর সাইকেল আরোহী ও চৌডালা ইউনিয়নের বাজার পাড়া গ্রামের আমজাদ হোসেন ( ক্যাশিয়ার কৃষি ব্যাংক) এর ছেলেদ্বয় সাইকেল আরোহী ৫ম শ্রেনির ছাত্র জামিল হোসেন ও ৪ চতুর্থ শ্রেণির ছাত্র মাহিউদ্দিন ট্রাক্টরে সাথে সংঘর্ষের ফলে ঘটনা স্হলেই মারা যায়। আহত জুয়েল কে মেডিকেলে পাঠানো হয়।পরে ফায়ার সার্ভিসের দল এসে নিহতদের উদ্ধার করে।