স্টাফ রিপোর্টার গোমস্তাপুর:ছানি অন্ধত্বের অন্যতম কারন,একমাত্র চিকিৎসা অপারেশন স্লোগান কে সামনে রেখে চাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ৭নং চৌডালা ইউনিয়ন পরিষদের পাশে চৌডালা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে চক্ষু চিকিৎসার ব্যবস্হা করা হয়।
সোমবার (৫অক্টোবর) সকাল ৯ ঘটিকা হতে বেলা ২পর্যন্ত চৌডালা যুব উন্নয়ন সংস্থার উদ্দোগে নওগাঁর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে সাহায্যে সামাজিক দুরুত্ব বজায় রেখে এই ক্যাম্প চলে।বিনা মূল্যে চোখের পরীক্ষা,স্বল্প মূল্যে মাত্র ৩০০০ (তিন হাজার ) টাকায় রোগীদের অত্যাধুনিক ফ্যাকো মেশিনের সাহায্যে সম্পূর্ণ ব্যাথা মুক্ত চোখের ছানি অপারেশন ও লেন্স সংযোজন,থাকা খাওয়া ফ্রি ও অত্যাধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ ডাক্টার দ্বারা চক্ষু পরীক্ষা করা হবে।সেচ্চাসেবি হিসেবে সার্বিক দায়িত্ব পালন করে ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোশিয়েশান অব চৌডালা (ইউস্যাক) নামে সংগঠন।