ব্যুরো প্রধান, গোমস্তাপুর ঃমুজিব বর্ষের আহবান,যুব কর্মসংস্থান”চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুরে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসেবামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।২৪ জানুয়ারী রোববার বিকেলে গোমস্তাপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে, উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারে্র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুন নেসা বাবলী,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম , উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম ,রহনপুর মুক্তা মহাদলের সভাপতি সারফুদ্দীন আহমেদ,অগ্ৰদুত বাংলাদেশ গোমস্তাপুর উপজেলার নির্বাহী পরিচালক সাংবাদিক ইয়াহিয়া খান রুবেল, সফল উদ্যোক্তা শিরিন আক্তার,স্কাউট সদস্য নাফির আল আজিম আলিফ প্রমূখ।