ফিরোজ কবির,গোমাস্তাপুরঃ চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ নিরোধ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম।
অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহেদা আক্তার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডল, গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস, জেলা পরিষদ সদস্য হালিমা বেগম।এছাড়া আরও বক্তব্য রাখেন, ইউপি সদস্য আরমানী বেগম ও প্রধান শিক্ষক আব্দুল করিম। আলোচনা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ নিরোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাকিউল ইসলাম। এছাড়া অনুষ্ঠানের শুরুতে ডকুমেন্টারি ভিডিও প্রদর্শন করা হয়।