স্টাফ রিপোর্টার, গোসস্তাপুরঃ চাঁপাইনবাগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি নিমগাছ থেকে আমিনুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
৮জুলাই বুধবার ভোরে সাংকার মাঠের নিমগাছে স্থানীয়রা গলায় রশি দিয়ে ঝুলে থাকতে দেখে আমিনুরকে।
বৃদ্ধ গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের সিসাডাঙ্গা গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে বলে থানা সুত্রে জানা গেছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন জানান, প্রাথমিক ভাবে মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।