হাসান আলী,গোমস্তাপুরঃচাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে অহাব আলী (৫৬) নামে ১জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রাম সংলগ্ন ছোট বিল নামক স্হানে কারেন্ট জালে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।রহনপুর ইউপি সদস্য সানাউল ইসলাম জানান, লক্ষীপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে অহাব আলী (৫৬) বিকালে বাড়ীর পাশের বিলে কারেন্ট জালে মাছ ধরতে যান। তারপর বৃষ্টি শুরু হলে পানিতে ডুবে যান। স্হানীয় জেলেরা তাকে দেখতে না পেয়ে জাল টেনে অনেক খুঁজা-খুঁজির পর গভীর পানি থেকে মৃত উদ্ধার করেন।প্রত্যক্ষ দর্শীরা বলেন, অহাব আলী(৫৬) বিকালে কারেন্ট জালে মাছ ধরার জন্য বিলের পানিতে নামে। সে সময় তাকে তারা নিষেধ করেন। তার পরেও তিনি পানিতে নামেন। কিছুক্ষণ পরে তাকে আর না দেখতে পেয়ে খুঁজা-খুঁজি শুরু করেন। তারপর সেখান গভীর পানি থেকে তাকে মৃত উদ্ধার করে।