নুর মোহাম্মদ,গোমস্তাপুরঃ সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯১ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে আলোচনা সভা, অসহায় ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, আর্থিক সাহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে ও উপজেলা প্রসাশনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান হুমায়ন রেজা। উপজেলা নির্বাহি অফিসার মোঃমিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার বরুণ কুমার পাল,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ পারভেজ, জেলা পরিষদ সদস্য মিসেস হালিমা বেগম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম , উপজেলা কৃর্ষি সম্প্রসারণ অফিসার মোঃজাহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক আই জি এ প্রকল্পের ট্রেনার শামসুন নাহার টুম্পা প্রমুখ। এ সময় মোট ৫ জন অসহায় ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন। ৫ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।