চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পুকুরে ডুবে আরাফাত হোসেন নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪’এপ্রিল) দুপুর দেড়টার দিকে পার্বতীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড দায়েমপুর গ্রামে নানার বাড়ি বেড়াতে এসে সংলগ্ন পুকুরে ডুবে যায় আরাফাত। প্রায় সাথে সাথে নানার পরিবারের লোকজন ঘটনাটি টের পেয়ে পুকুরে খোঁজ করে শিশুটিকে উদ্ধার করে নিকটস্থ পার্বতীপুর আড্ডা এলাকার ক্লিনিকে নিয়ে গেলে বিকেল পৌনে ৩টার দিকে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। আরাফাত জেলার ভোলাহাট উপজেলার বালুরচর (চকধরমপুর) গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) দিলিপ কুমার দাস ও সংশ্লিস্ট ইউপি সদস্য আব্দুল লতিফ বলেন, শিশুটি শুক্রবারই (৪’এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পিতার বাড়ি থেকে নানীর সাথে বেড়াতে এসে মর্মান্তিকভাবে পুকুরে ডুবে মৃত্যুবরণ করে।