ফিরোজ কবির,গোমাস্তাপুর ঃ“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে গোমস্তাপুরে সীমিত পরিসরে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে শনিবার সকালে উপজেলা সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নাসিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ন রেজা। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সহ স্হানীয় সমবায়ীবৃন্দ। সভা শেষে হোগলা দামুস পানি সম্পদ ব্যবস্থাপনা সমবায় সমিতিতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।