স্টাফ রিপোর্টার, গোমস্তাপুরঃ ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ গোমস্তাপুর উপজেলা শাখা বিভিন্ন কর্মসূচি পালন করে। সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য জালাল উদ্দিন আকবর মুক্তি, উপজেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার, কাউন্সিলর জাহিদ হাসান মুক্তা প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়