আজিজুল হক, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: কৃষকদের মাঝে কৃষি আবহাওয়া তথ্য প্রদান পদ্ধতি উন্নত করার লক্ষ্যে এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (পিপি) জনাব ড. মোঃ ইয়াছিন আলী, অতিরিক্ত উপপরিচালক (শস্য) জনাব এ.কে.এম মনজুরে মাওলা ও নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ । কৃষি আবহাওয়ার তথ্য প্রাপ্তিতে বামিস পোর্টালের ব্যবহার, ইউনিয়ন পরিষদে স্থাপিত ডিসপ্লে বোর্ডের মাধ্যমে আবহাওয়ার সর্বশেষ তথ্য প্রদান ও ১০৯০ নম্বরে কল করে আবহাওয়ার তথ্য কিভাবে জানা যায় তার প্রশিক্ষণ উপস্থিত কৃষকদের দেয়া হয়।