স্টাফ রিপোর্টার,গোমস্তাপুরঃ গোমস্তাপুরে করোন টিকা নেওয়ার প্রথম দিনে ৮ জন টিকা গ্রহণ করেছে। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদ পারভেজ। প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমান। উদ্বোধনী দিনে জনপ্রতিনিধিদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, চিকিৎসক নাসিরউদ্দিনসহ ৮জন ভ্যাকসিন গ্রহণ করেন। রোববার পর্যন্ত উপজেলায় মোট ২২২জন ভ্যাকসিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন। প্রথম দফায় ৮০৪ পিস ভ্যাকসিন বরাদ্দ পাওয়া গেছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।