ফিরোজ কবির, গোমস্তাপুরঃচাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ডাসকোর উদ্যোগে রহনপুর ইউনিট অফিসে আর্সেনিক ও ব্যাকটেরিয়ার নিরূপন প্রমশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে রহনপুর ইউনিট অফিস খোয়াড়মোড়ে ১ দিনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলে প্রজেক্ট ইঞ্জিনিয়ার একেএম নুরে আজম সিদ্দিকি ,ফিল্ড ইঞ্জিনিয়ার আব্দুল আওয়াল, কমিউনিটি মবিলাইজার মোসাঃ হাজেরা বেগম,কনিকা খান কনা কমিউনিটি মবিলাইজার। WRMC,WRMA সদস্য৷ অপারেটর । তারা আর্সেনিকও ব্যাকটেরিয়া প্রসঙ্গে প্রশিক্ষন দেওয়া হয়। তারা তাদের ইউনিয়নে ওয়ার্ডে মানুষকে যাতে সচেতন করতে পারে।আয়োজনে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM)প্রকল্প।