স্টাফ রিপোর্টার,গোমস্তাপুরঃচাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের পুরাতন বাজারের শ্রী নিতাই ভুতির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ নভেম্বর ) দিবাগত ১১ টার দিকে বাড়িটিতে এই দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে বলে ধারনা করছে।
বাড়ির মালিকের বড় ছেলে সনাতন বলেন, ভোলাহাট মুশরিভুজা বাড়ির সবাই দাওয়াত খেতে যায়। মঙ্গলবার সকাল ১০ টার সময় বাড়ি এসে মেইন গেট খুলে ভিতর প্রবেশ করা মাত্র দেখে ভিতর সব এলোমেলো হয়ে পড়ে আছে। ঘরের দরজা খুলতে গিয়ে দেখে ঘরের তালা ভেঙ্গে ছোট ভাই সুবাসের ঘর থেকে ১০ টি কাসার থালা , , ৮টি কাসার কলসি , ১২ টি কাসার গ্লাস , কাসার বালটি ও জগ , ১ টি ৩২” এলইডি টিভি এবং নগদ ১০ হাজার টাকা ও নিজের ( সনাতনের ) ঘর থেকে ১০ ভরি সোনা , ১৪ ভরি চাদি , ১০ খানা কাপড় , ১টি ৩২” টি এল ই ডি টিভি এবং নগদ ২ লাখ১১হাজার টাকা নিয়ে বাড়ির পিছনের দরজা দিয়ে চোর পালিয়েছে বলে তারা ধারনা করছে। তারা এলাকা বাসিকে ঘটনাটি দেখান ও গোমস্তাপুর থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।