1. shahalom.socio@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : ভোলাহাটচিত্র : ভোলাহাটচিত্র
  3. shuvo@bholahatchitro.com : shuvo :
আজ বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:১৫ অপরাহ্ন
বিজ্ঞাপন
যে কোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করুন ভোলাহাট চিত্র অনলাইনে।

আজগুবি গ্রামে বেগুন গাছের সাথে শত্রুতা 

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

নাদিম হোসেন, শিবগঞ্জ ঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর আজগুবি গ্রামে ২২জুন  রাতে পূর্বশত্রুতার জেরে ১ বিঘা ১০  কাঠা বেগুনের গাছ উপড়ে দিয়েছে প্রতিপক্ষ। আজগুবি গ্রামের  নুরুল ইসলামের ছেলে মাহিদুর, মনিরুল ইসলামের ছেলে পলাশ, আফসার আলীর ছেলে হারুন, শাহরুল আমিনের ছেলে কাফি, আলমের ছেলে ইসাহাক ৫ কৃষক  শ্যামপুর মিয়া পাড়া গ্রামের মৃত্যু মঞ্জুর আলী মিয়ার ছেলে সিডু মিয়ার ৫ বিঘা ১০কাঠা জমি ১৪২৮- ১৪২৯ সালের চৈত্র মাস পর্যন্ত লিজ নিয়ে বেগুন চাষ করে।

অভিযোগ সূত্রে জানা যায়, ৫ বিঘা ১০  কাঠা বেগুনের মধ্যে ১ বিঘা ১০ কাঠা বেগুনের গাছ উপড়ে ফেলে। ফুল ধরা বেগুন  গাছ উপড়ে ফেলায় কৃষকদের মুখে হতাশার ছাপ। শিবগঞ্জ থানায়  সদাশিবপুর (দক্ষিণ টিকস) গ্রামের মোস্তাক আলীর ছেলে  লাটু আলী (৩০) পূর্ব শ্যামপুর তেতুল তলার কাশেম উদ্দিনের ছেলে আব্দুর রহিম (২৮) ইদ্রিস আলীর ছেলে মফিজুল ইসলাম( ২৫) মতিউর রহমানের ছেলে আজিজুল (২৮) আব্দুস সালামের ছেলে পলাশ আলী (৩৫) এ ৫জনের  বিরুদ্ধে  মাহিদুর রহমান বাদী হয়ে একটি অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী মাহিদুর।
অভিযোগকারী মাহিদুর রহমান বলেন, আমার বেগুন গাছে ফল আসতে শুরু করেছিল। এই অবস্থায় এক বিঘা ১০ কাঠা জমির বেগুন গাছ উপড়ে ফেলায় আমার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক  শাস্তি দাবি করেন তিনি ।

শিবগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাদাত হোসেন বলেন, বিষয়টি  তদন্তাধীন আছে তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হয়। buy twitter accounts

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
ডিজাইনঃ নাগরিক আইটি (Nagorikit.com)