শুক্রবার বিকেলে বৃষ্টির পানিতে এভাবেই স্রোত চলছে মোহবুল্লাহ কলেজ গেট, কলেজ গেট হতে ঝাউবোনা রাস্তা, মেডিকেলমোড় হতে বজরাটেক রাস্তাসহ উপজেলার বিভিন্ন রাস্তায়। পয়ঃনিষ্কাশন না থাকায় এ জলবদ্ধতায় সৃষ্টি হচ্ছে। এর সমাধানে প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এলাকাবাসী। জলবদ্ধ ঝাউবোনাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন ভোলাহাট ইউপি চেয়ারম্যান ইয়াজদানি জর্জ।